রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

বৃদ্ধের অন্তর্বাসে ৫ কেজি সোনা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৩৬৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুইলচেয়ারে আসা ৬৩ বছর বয়সী এক বৃদ্ধের অন্তর্বাস থেকে আড়াই কোটি টাকা মূল্যের পাঁচ কেজি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই যাত্রীর কাছ থেকে এই বারগুলো উদ্ধার করা হয়। আটক বৃদ্ধের নাম মো. মর্তুজা আলী আনসারী (৬৩)। তিনি গুলশান ৭ নম্বর সড়কের বাসিন্দা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক রুকবা ইফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাপুরের চেঙ্গায় এয়ারপোর্ট থেকে আসা ফ্লাইট এসকিউ-৪৪৬ বিশেষ নজর রাখা হয়। ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় অবতরণ করার পর সন্দেহজনকভাবে একজনকে তল্লাশি করা হয়। এ সময় হুইলচেয়ারে আসা মো. মর্তুজা আলী আনসারীর অন্তর্বাসে লুকানো অবস্থায় ১০০ গ্রামের ৫০টি সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত সোনার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। তিনি আরও জানান, সোনা বহনকারী মর্তুজা আলীকে থানায় সোপর্দ করা হয়েছে। কাস্টমস আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ