স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাগেরকোনা গ্রামের রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব কমরু মিয়া (৭০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। রবিবার ভোর সাড়ে ৪ টায় তাহার নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ৩মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল ৩ টায় বাগেরকোনা গ্রামের পশ্চিমের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সমশাদ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, রওশন খান সাগর, থানার এস আই জয়নাল আবেদীন ও সঙ্গীয় ফোর্স সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বীরমুক্তিযোদ্ধা কমরু মিয়া দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন।
এদিকে বীরমুক্তিযোদ্ধা কমরু মিয়ার মৃত্যুতে তাহার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক।