শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৩১৯ বার

বিশেষ প্রতিনিধি :: মায়ের দুধ পান সুস্থ্য জীবনের বুনিয়াদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দোয়ারাবাজার, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সভা কক্ষে র‌্যালি পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডাঃ পুলিন বিহারী ধর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: ইদ্রিস আলী (বীর প্রতীক)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধ আল্লাহ প্রদত্ত নিয়মাত। তিনি সবাইকে মায়ের দুধের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ প্রদান করেন। ডাঃ পুলিন বিহারী ধর তার বক্তব্যে বলেন, ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। একই সাথে তিনি তার বক্তব্যে মায়ের শাল দুধ খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এরই ধারবাহিকতায় এসডিসি-সমষ্টি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সুজিত কুমার দাস কমিউনিটি পর্যায়ে উক্ত কার্যক্রমের গুরুত্বের কথা বিবেচনা করে ডুমরিয়া কমিউনিটিতে মায়ের দুধ পান সুস্থ্য জীবনের বুনিয়াদ বিষয়ে বক্তব্য রাখেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। কমিউনিটি পর্যায়ে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ান আহমেদ। আরও উপস্থিত ছিলেন কেয়ার জিএসকে প্রকল্পের প্রকল্প অফিসার হাসিনা সমাজদার, সাবিনা ইয়াসমিন, খোরশেদ আলম। তাহিরপুর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভায় এসডিসি-সমষ্টি প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা সিরাজুল ইসলাম, সামিউল কবির,শ্যামলেন্দু দে,বিদেশ রঞ্জন চৌধুরী। ধর্মপাশা উপজেলার র‌্যলি ও আলোচনা সভায় এসডিসি-সমষ্টি প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন, সালাহ উদ্দীন, সন্দীপ কুমার মিত্র, মোহাম্মদ আজিজুর রহমান প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ