বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়াল

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৩২ বার

অনলাইন ডেস্কঃ  করোনা সংক্রমণে কাঁপছে সারা বিশ্ব। ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোকে মৃতুপরীতে পরিণত করেছে এ অদৃশ্য ভাইরাসটি। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনাভাইরাসে এক কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

শনিবার রাত ১২ টার দিকে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৫১ জনে দাঁড়িয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪ লাখ ৯৮ হাজার ৯৫২ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ লাখ ১৪ হাজার ৬৪৬ জন।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকা। এরপরেই আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এগিয়ে রয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আক্রান্তে বিশ্ব তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ