স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিশ্বম্ভরপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরুর ৫ মিনিটের মাথায় বিশ্বম্ভরপুর উপজেলার গোল পোস্টে বল প্রবেশ করে দলকে এগিয়ে নিয়ে যান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সেগু। পরবর্তী প্রথমার্ধে দুই দলের কেউ গোল আর কোন গোল করতে না পারায় ১-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলায় বিশ্বম্ভরপুর উপজেলা একটি পেনাল্ট্রি শট মিস করলেও দুই দলের মধ্যে আক্রমনাত্মকভাবে খেলতে শুরু করলে দ্বিতীয়ার্ধেও কোন গোল করতে পারেনি দক্ষিণ সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, বায়েজিদ মণ্ডল, সুজয় বড়ুয়া, আনিসুর রহমান, শুকুর আলী।
বিশ্বম্ভরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মধ্যকার খেলায় ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অপু।
ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।