বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ ক্ষমতা আঁকড়ে থাকা বয়স্করা: ওবামা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ২৩১ বার

আন্তর্জাতিক ডেস্ক::  ক্ষমতা আঁকড়ে থাকা বয়স্ক মানুষরা বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘বিশ্বের দিকে যদি তাকান, তাহলে দেখবেন, সাধারণভাবে বুড়োরা, বিশেষ করে বুড়ো পুরুষরা তারা ক্ষমতা ছাড়তে চান না। তারা নতুনদের জন্য পথ ছাড়তে রাজি নন। আর এ জন্যই সমস্যা তৈরি হচ্ছে। তারা সমস্যা তৈরি করছেন।’

তিনি বলেন, ‘রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিৎ যে, তারা কাজ করার জন্য ক্ষমতায় আছেন। আজীবন ক্ষমতায় থাকার জন্য নয় কিংবা নিজের ক্ষমতা জাহির করার জন্য নয়।’

সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। বারাক ওবামা তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে বিশ্বজুড়ে তরুণ নেতৃত্ব নিয়ে কাজ করছেন।

 

নারীদের প্রশংসা করে ওবামা বলেনে, ‘নারীরা নিখুঁত নন ঠিকই, তবে তারা পুরুষের চেয়ে সৎ। পৃথিবীর সব দেশে যদি পুরুষের বদলে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে মানুষের জীবনমান উন্নত হতো।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে, কেবল দুই বছরের জন্য যদি বিশ্বের প্রতিটি দেশে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে আমরা পুরো বিশ্বকেই পরিবর্তন দেখতে পারতাম।’

সূত্র: ইত্তেফাক

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ