বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

বিশ্বনাথ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলন-২০১৮ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৫১২ বার

বিশেষ প্রতিনিধি :: ৮ জুলাই,রোজ রবিবার দুপুর ১২ টায় বিশ্বনাথ ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদ কর্তৃক ছাত্র-শিক্ষক আর কলেজের কর্মচারীদের নিয়ে কলেজের হলরুমে এক মনোমুগ্ধকর ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের স্বনাম খ্যাত অধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব মো. সিরাজুল হক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহীনা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:সায়াদুল ইসলাম,জাহেদা বেগম জেনি।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাপসী চক্রবর্তী লিপি, রসায়ন বিভাগের
সহকারি অধ্যাপক এনামুল হক,বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মানিক মিয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রুকনোজ্জামান। এর পর স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রভাষক উম্মে শিপা,জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শাহাদাৎ আলীম,সমাজবিজ্ঞানের প্রভাষক
বনানী চক্রবর্তী,রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক রোকেয়া বেগম,বাংলা বিভাগের প্রভাষক সুলেমান কবির।

এর আগে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বাগত বক্তব্য রাখে বিজ্ঞান বিভাগের
দ্বিতীয় বর্ষের ছাত্রী মারিয়া আলম চৌধুরী, অতিথীদের জ্ঞানগর্ব আলোচনা তথা ঈদের স্মৃতি রোমন্থনের পর শুরু হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে গান পরিবেশন করেন যুক্তিবিদ্যা
বিভাগের প্রভাষক অঞ্জু আচার্য, ভূগোল বিভাগের প্রভাষক গোলাম মুস্তফা,কবিতা পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক সুলেমান কবির।
এ সময় শিক্ষার্থীদের মধ্যেও অনেকে গান পরিবেশন করে। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূগোল বিভাগের প্রভাষক গোলাম মুস্তফা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ