রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

বিশ্বজুড়ে টিকাদান জোর কদমে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৬৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ বিশ্বজুড়ে জোর কদমে চলছে টিকাদান কর্মসূচি। এটাই পৃথিবীর ইতিহাসের বৃহত্তম টিকাদান কর্মযজ্ঞ। ব্রিটেন, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও জাপানের মতো উন্নত দেশগুলোর সঙ্গে সঙ্গে টিকা দেওয়া উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতেও।

এখন পর্যন্ত প্রায় ৭২ কোটি ৬০ লাখের বেশি করোনার টিকা নিয়েছেন। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪.৬ ভাগকে টিকার আওতায় আনা গিয়েছে।

বর্তমান টিকাদান হারে প্রতিদিন এক কোটি ৬০ লাখ ১০ হাজার ডোজ করে টিকা দেওয়া হচ্ছে। এদিকে চীন, জাপান ও ভারতে টিকার ঘাটতি দেখা দিয়েছে।

তবে নয়াদিল্লি টিকা ঘাটতির খবর নাকচ করে দিয়েছে বলেছে, দেশটির হাতে এখনো লাখ লাখ টিকার মজুত রয়েছে। খবর এনডিটিভি, ব্ল–মবার্গ ও মিন্ট প্রেসের।

বিশ্ব স্বাভাবিক অবস্থায় কবে ফিরবে তা এখনো অনিশ্চিত। কারণ বিশ্বের অনেক দেশ নিজেদের জনসংখ্যার ৪০ ভাগের বেশি মানুষকে টিকা দিলেও কোনো কোনো দেশ আবার এক ডোজ টিকাও দিতে পারেনি। নাগরিকদের টিকাদানে শীর্ষে রয়েছে ইসরাইল, দেশটি ৫৬.৩ ভাগ নাগরিককে টিকার আওতায় এনেছে।

এর পরই রয়েছে আরব আমিরাত (৪০ ভাগ), মালদ্বীপ, ভুটান, চিলি, বাহরাইন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র (৩০ ভাগ)। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৪৫ লাখ আট হাজারজন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লাখ ১৫ হাজার জনের। সুস্থ হয়েছেন ১০ কোটি ৮৩ লাখ চার হাজার ১১২ জন। করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।

দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড গড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। শুক্রবার সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ৩১ হাজার ৯৬৮ জন করোনা

রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ হাজার বেশি।

এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৫৪২ জনে। ব্লুমবার্গ জানিয়েছে, গণহারে টিকা দিচ্ছে চীন। আগামী জুন মাসের মধ্যে দেশের ৪০ শতাংশ মানুষ তথা ৫৬ কোটি নাগরিককে টিকা দেওয়ার টার্গেট নিয়ে এগোচ্ছে এশিয়ার দেশটি।

মন্থরগতিতে শুরু করলেও এখন টিকাদান প্রায় দ্বিগুণ করেছে জার্মানি। বর্তমানে করোনার তৃতীয় ঢেউ মোকাবেলা করছে ইউরোপের দেশটি। বিশ্বজুড়ে এখন পর্যন্ত সাতটি টিকা ব্যবহারেও অনুমোদন পেয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ