স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের মতো আবেগি না হলেও বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার হতাশা আছে ইমরুল কায়েসেরও। তবে বিশ্বকাপে বাদপড়ার কারণে অনেকেই ইমরুল কায়েসের ক্যারিয়ারের শেষ দেখছেন।
আর এসব হতাশা এবং অবসর নিয়ে ফেসবুক লাইভে এসে খোলামেলা কথা বললেন ইমরুল কায়েস। তার সেই কথাগুলো হুবহু তুলে ধরা হলো-
একটা জিনিস নিয়ে আমি কিছুদিন ধরেই ভাবছি, আমার কিছু বলার প্রয়োজন ছিল। আমি দেখছি নিউজপেপার, অনলাইন পোর্টালগুলোতে একটা জিনিস বারবার ঘুরেফিরে আসছেআমার অবসরের বিষয় নিয়ে।
যদি বিশ্বকাপ দলে সুযোগ না পাই তাহলে হয়তোবা আমি অবসর নিয়ে নেব। সত্যি কথা বলতে আমি এখনও এমন কোনো সিদ্ধান্ত নেইনি এবং কাউকি বলিনি। আমার অনেক ইচ্ছা ছিল বিশ্বকাপ খেলার। তবে অপ্রত্যাশিত হলেও সত্য আমি বিশ্বকাপ দলে নেই। তার মানে এই নয় যে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে।
আমি চেষ্টা করব নিজেকে ফিট রাখা এবং ফিট থাকতে। আমি আমার কঠোর পরিশ্রম চালিয়ে যাব। আমি বিশ্বাস করি বাংলাদেশ দলকে আরও চার পাঁচ বছর দেয়ার আছে। আমি ওই ভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখি।
আশা করি যখনি আমি সুযোগ পাব, সুযেগা কাজে লাগানোর চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যেন আরও চার পাঁচ বছর সুস্থ থেকে খেলতে পারি।
বিশ্বকাপে বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।