স্পোর্টস ডেস্ক::
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপ-২০১৯। এতে ফেভারিট দলগুলোকে হারিয়ে সমীকরণ পাল্টে দিতে পারে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লতিফ।
বিশ্বকাপে অঘটন ঘটানোর ওস্তাদ বাংলাদেশ। ২০০৭ আসরে শক্তিশালী ভারতকে হারিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় করে দেন টাইগাররা। এরপর সেরা আটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে টুর্নামেন্টছাড়া করেন। ২০১১ সালে ইংল্যান্ডকে হারান লাল-সবুজ জার্সিধারীরা। সবশেষ ২০১৫ বিশ্বকাপে ক্রিকেটের জন্মদাতাদেরই বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তারা। বিশ্বকাপ ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।
শুধু বিশ্বকাপ নয়, ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও দারুণ পারফর্ম্যান্স দেখায় বাংলাদেশ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টপকে সেমিফাইনাল খেলেনে মাশরাফি-সাকিবরা। তদুপরি এবারের বিশ্বকাপের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ। তাই টুর্নামেন্টটি অনেক প্রতিযোগিতামূলক হবে বলে বিশ্বাস লতিফের।
তিনি বলেন, বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় দলগুলোকে বাংলাদেশ হারিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এতে পয়েন্ট টেবিলে অনেক বড় পরিবর্তন আসবে। টাইগাররা দারুণ ভারসাম্যপূর্ণ দল। তাদের খেলার ধরন বাকিদের চেয়ে আলাদা নয়। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে সক্ষম তারা। সুতরাং এবারের আসরটি জমজমাট হবে।
পাকিস্তানের হয়ে ১৬৬ ওয়ানডে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, শুধু বাংলাদেশ নয়, পয়েন্ট টেবিলে রদবদল আনার সক্ষমতা রয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। কারণ, এবারের বিশ্বকাপের আগে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে নেই দল তিনটি। সাফল্য পেতে তারা মুখিয়ে থাকবে।