স্পোর্টস ডেস্ক::
বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে সেই দলে সুযোগ হয়নি রিশব প্যান্টের। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। অথচ অফ ফর্মে থেকেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেয়া দিনেশ কার্তিক।
চলতি আইপিএলেরিশব প্যান্ট দুর্দান্ত ফর্মে আছেন। রান সংগ্রহের তালিকায় সেরা দশে আছেন দিল্লি ক্যাপিটালসের এই টপঅর্ডার ব্যাটসম্যান। ইতিমধ্যে আট ম্যাচ খেলে এক ফিফটিতে ৩৫ গড়ে ২৪৫ রান সংগ্রহ করেন তিনি।
অন্যদিকে দিনেশ কার্তিক প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। এবারের আইপিএলে রান সংগ্রহের দিক থেকে ৩৬ নম্বর পজিশনে পড়েআছেন কার্তিক। রিশবের সমান ৮ ম্যাচ খেলে ১৮.৫০ গড়ে মাত্র ১১১ রান করেন কলকাতার অধিনায়ক।
এই রিশবকে নিয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারদের অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। রিশবের উইকেটকিপিংয়ে মুগ্ধতা প্রকাশ করে অনেকেই বলেছেন, বিশ্বকাপ দলে রিশব সুযোগ পেলে মহেন্দ্র সিং ধোনির চেয়েও ভালো করবে। অথচ সেই রিশবকে বাদ রেখেই দল ঘোষণা করল বিসিসিআই।
ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি আলোচিত রিশব প্যান্ট। মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে আছেন দীনেশ কার্তিক।
বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশরাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), কেদার যাদব, দীনেশ কার্তিক, জুববেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা ওমোহাম্মদ সামি।