দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ জসিম উদ্দিনকে (৩৬) আটকের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা একটার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয় জসিম উদ্দিনকে। তিনি সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাঁকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন তাঁর কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে দেহ তল্লাশি করে তাঁর কোমরে বিশেষ কায়দায় বানানো মোটা বেল্ট থেকে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানা গেছে।
আটক জসিম উদ্দিন নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪ যোগে কক্সবাজার থেকে বেলা পৌনে একটায় ঢাকায় পৌঁছান।
আটক জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার গৌজঘোনা পালংখালী গ্রামের নূর আহমদের ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।