স্পোর্টস ডেস্ক :: বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান প্রয়াত আফজালুর রহমান সিনহা ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়ারম্যান। তার মৃত্যুতে পদটি এতোদিন শূন্যই ছিল।
শনিবার (১ সেপ্টেম্বর) বিপিএলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষিত হয়েছে শেখ সোহেলের নাম। বিপিএলের সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি গণমাধ্যমে জানান।
আরও জানানো হয়, আসন্ন বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। রেজিস্ট্রেশনের বাইরেও এই আসরে বিদেশি খেলোয়াড় কেনা যাবে দুটি করে। আরও জানানো হয়, আসন্ন আসরে রিভিউ সিস্টেম রাখা হবে।
ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা মারা যান। না ফেরার দেশের যাওয়ার দীর্ঘদিন আগে থেকে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিসিবির বোর্ড পরিচালক হিসেবে সিনহা সর্বশেষ বিপিএলের গভর্নিং কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।