বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

‘বিপজ্জনক মহামারী’ নিয়ে ২০১৬ সালেই ট্রাম্পকে সতর্ক করেছিলেন বিল গেটস!

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২০৩ বার

অনলাইন ডেস্কঃ  
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।
এখন পর্যন্ত (মঙ্গলবার বেলা পৌনে ১২টা) আমেরিকায় করোনায় আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৮৩৪ জন। এর মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭৯৫ জনের।
অথচ ২০১৬ সালের ডিসেম্বরেই ট্রাম্পের সঙ্গে আলাপকালে সম্ভাব্য একটি ‘বিপজ্জনক মহামারী’ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।
আমেকিরার শীর্ষস্থানীয় এবং রক্ষণশীল দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ট্রাম্প টাওয়ারে বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের।
তখন বিপজ্জনক সংক্রামক রোগের হাত থেকে আমেরিকাবাসীকে রক্ষার প্রস্তুতি নিতে ট্রাম্পকে পরামর্শ দেন তিনি।
জার্নালে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা অন্য প্রার্থীদেরও একই কথা বলেন গেটস।
মহামারী নিয়ে গেটসের সুদূরপ্রসারী ভাবনার কথা কয়েক মাস ধরে বেশ আলোচনায়। ২০১৫ সালের ‘টেড টকে’ ভয়াবহ বৈশ্বিক ঝুঁকি নিয়ে আলোচনা করেন তিনি।
করোনাভাইরাস মোকাবেলায় ৩০০ মিলিয়ন ডলার দানের প্রতিশ্রুতি দেওয়া গেটস ওই সময় বলেন, ‘সামনের কয়েক দশকে এক কোটি লোক যদি কিছুতে মারা যায়, সেটি যুদ্ধ হবে না, অত্যন্ত সংক্রামক ভাইরাসের কারণে যাবে।
ক্ষেপণাস্ত্রে এটি হবে না, হবে জীবাণুতে। ’
গেটসের কথা ট্রাম্প না শোনায় এই ধনকুবের নিজেকেই এখন দোষ দিচ্ছেন। সংবাদমাধ্যমটিকে আক্ষেপ করে বলেছেন, ‘এখন মনে হচ্ছে এই বিপদের ব্যাপারে যদি আরেকটু সাবধান করতে পারতাম। ’ সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল ,
বিজনেস ইনসাইডার

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ