সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

বিজয় ফুল প্রতিযোগিতায় প্রথম আব্দুল মজিদ কলেজের ফারহানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ২৮৮ বার

স্টাফ রিপোর্টার :: জেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতায় “গ” বিভাগে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ আব্দুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী ফারহানা আক্তার রাজু। সে উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। তার এমন সাফল্যে দেখে অভিভূত হয়েছেন উপজেলাবাসী।

আব্দুল মজিদ কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মোঃজাফর আলী বলেন,ফারহানার এমন সাফল্যে আমরা গর্বিত। তার সাফল্য আমাদের কলেজের অনেক সুনাম বয়ে এনেছে। আমি আশা করি ভবিষ্যতেও তার এমন সাফল্য অব্যাহত থাকবে।

প্রথম স্থান অধিকারকারী ফারহানা জানান,খুব ভালো লাগছে কলেজের সম্মান রক্ষা করতে পারায়। আমি বিভাগীয় পর্যায়েও কলেজের পক্ষে লড়বো। আমি সবার দোয়া প্রার্থী।

জেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতা(২ নভেম্বর)শুক্রবারে অনুষ্ঠিত হয়।এতে ১ম স্থান অধিকারকারী ফারহানা আক্তার রাজুর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃআব্দুল আহাদ ও অতিথিবৃন্দ।

জানা যায়,ফারহানা সিলেট বিভাগীয় পর্যায়ে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহন করবে আগামী ৭ নভেম্বর।

উল্লেখ্য যে,নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ( স্কুল, কলেজ ও মাদরাসা) ” সারা দেশে শুরু হয়েছে এই বিজয়ফুল প্রতিযোগিতা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ