শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন

বিজয় দিবসে শহর পরিচ্ছন্নতা কর্মসূচিতে মাশরাফির মা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
মহান বিজয় দিবসে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মা হামিদা মর্তুজা।এই কার্যক্রমের আয়োজক মাশরাফির ভক্ত সমর্থক কয়েকশ’ তরুণ।
শনিবার রাতে নড়াইল শহরে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহায়তায় এই কাজের সূচনা করেন মাশরাফির মা হামিদা মর্তুজা। নড়াইল শেখ রাসেল সেতুর প্রান্তে রাস্তায় ঝাড়ু দিয়ে তিনি কিশোরদের সঙ্গে দেশ পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন।
তরুণদের সঙ্গে ব্যতিক্রম এ কর্মসূচিতে অংশ নেয়া প্রসঙ্গে মাশরাফির মা বলেন, আমার ছেলেদের সব ভালো কাজের সঙ্গে আমি আছি। বিজয় দিবসের অঙ্গীকার আমরা সকলে মিলে দেশটাকে গড়ব। দেশটাকে পরিষ্কার করছি এটাই বিজয় দিবসে আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা।
এ সময় নড়াইল পৌরসভার কাউন্সিলর কাজী জহির, মাশরাফির মামা নাহিদ হোসেন, ছোটভাই মুরসালিন বিন মুর্তুজা সিজার, ছাত্রনেতা চঞ্চল শাহরিয়ার, স্কাউট লিডার ইমন, রাতুল, শোভন, প্রিয়তীসহ শতাধিক কিশোর, তরুন ও যুবক অংশ নেন।
পরে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রূপগঞ্জ এলাকায় গিয়ে শহর পরিচ্ছন্নতা কর্মসূচি শেষ হয়।
প্রসঙ্গত মাশরাফি বিন মুর্তজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নড়াইল থেকে নির্বাচন করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ