বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

বার্সেলোনাকে উদ্ধার করলেন স্টেগেন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ২০৮ বার

স্পোর্টস ডেস্কঃ  
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে গতকাল বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ম্যাচে এক পেনাল্টি সেভ করে বার্সেলোনাকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে উদ্ধার করেছেন দলটির জার্মান গোলরক্ষক মার্কে আন্দ্রে টের স্টেগেন
বড় আশা ছিল বার্সা সমর্থকদের, মৌসুমে প্রথমবারের মতো মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে। ঊরুর চোটে পড়ে মেসি সেই যে মাঠের বাইরে চলে গেলেন, এই মৌসুমে আর কোনো ম্যাচে মেসিকে বার্সার জার্সি গায়ে দেখা যায়নি। ম্যাচের আগে অনুশীলনে নেমে বার্সা সমর্থকদের আশার প্রদীপটা আরেকটু উজ্জ্বল করেছিলেন মেসি নিজেই। কিন্তু না, শুরুতে মেসি নামেননি। মেসিকে ছাড়াই ডর্টমুন্ডের মাঠে পরীক্ষা দিতে নেমেছিল বার্সেলোনা। আর সে পরীক্ষার বার্সাকে হারের মুখ থেকে উদ্ধার করেছেন দলটির জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। শেষ দিকে মাঠে নেমেও বার্সাকে জেতাতে পারেননি মেসি।
ম্যাচে মেসির জায়গায় মাঠে নেমে রেকর্ড করেছেন আনসুমানে ফাতি। লা লিগায় আলো ছড়ানো ১৬ বছর ৩১৮ দিন বয়সের এই কিশোর গতকাল বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়নস লিগ খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখেছেন রেকর্ড বইতে। পেছনে ফেলেছেন স্প্যানিশ তারকা বোয়ান কিরকিচকে। ফাতির সঙ্গে বার্সার আক্রমণভাগে ছিলেন এই মৌসুমে দলে আসা ফরাসি তারকা আতোয়াঁ গ্রিজমান ও সদ্য চোট থেকে ফেরা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
কিন্তু কিছুতেই কিছু হয়নি। উল্টো নিজেদের মাঠে দাপিয়ে বেড়িয়েছে ডর্টমুন্ড। দলটির ইংলিশ তারকা জাডন সানচো বেশ কিছু সুযোগ পেয়েছেন গোটা ম্যাচে। প্রথমার্ধে একটা দুর্দান্ত আক্রমণে গোল করতে ব্যর্থ হন তিনি, গোলপোস্টের ওপরে বল মারেন। গোটা ম্যাচে সানচোকে থামাতে হিমশিম খেয়েছেন বার্সার দুই ফুলব্যাক নেলসন সেমেদো ও সার্জি রবার্তো। প্রথমার্ধে চোটের কারণে লেফটব্যাক জর্ডি আলবা উঠে গেলে তাঁর জায়গায় মাঠে নামেন রবার্তো। তবে নতুন ফুলব্যাক এসেও লাভ হয়নি। ডর্টমুন্ডের গতিশীল উইঙ্গারদের থামিয়ে নিজেরা তেমন আক্রমণে যেতে পারেনি বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে নেলসন সেমেদোর ভুলে ডিবক্সের মধ্যে পড়ে যান সানচো। প্রাপ্ত পেনাল্টিটা কাজে লাগাতে পারেননি ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রয়েস। তাঁর পেনাল্টি আটকে দেন বার্সার গোলরক্ষক টের স্টেগেন। গোটা ম্যাচে বার্সার মনে রাখার মতো মুহূর্ত এই একটাই। এর পর জুলিয়ান ব্র্যান্ট, জাডন সানচো, মার্কো রয়েস, পাকো আলসাসেররা একের পর এক আক্রমণ করলেও গোল করতে পারেননি।
ম্যাচের শেষ আধা ঘণ্টায় ফাতির জায়গায় নেমেছিলেন মেসি। কিন্তু সদ্য চোট থেকে ফেরা বার্সার তারকাও দলকে উদ্ধার করতে পারেননি, এনে দিতে পারেননি জয়। ফলে গোলশূন্যভাবেই শেষ হয়েছে ম্যাচটা।
ওদিকে গতবারের সেমিফাইনালিস্ট আয়াক্স এবারও শুভসূচনা করেছে। লিলকে হারিয়েছে ৩-০ গোলে। গোল করেছেন আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, মেক্সিকোর সেন্টারব্যাক এডসন আলভারেজ ও ডাচ তারকা কুইন্সি প্রমেস। ইন্টার মিলানের বিপক্ষে অবিস্মরণীয় এক জয় পেতে পেতেও পাওয়া হয়নি পুঁচকে স্লাভিয়া প্রাহার। ১-১ গোলে ইন্টারের সঙ্গে ড্র করেছে তারা। একদম শেষ মুহুর্তে গোল করে ইন্টারকে রক্ষা করেন ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো বারেলা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ