দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ নরসিংদীর শিবপুর উপজেলায় বাবার সঙ্গে দেখা করে ফেরার পথে বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী শামীম মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই কিশোরের মা পিংকি বেগমসহ পাঁচজন।
সোমবার সকালে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাড়ইগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া শিবপুর উপজেলার কুমারটেক গ্রামের ভেড়ামারা এলাকার সুমন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় শামীম তার মা পিংকি বেগমের সঙ্গে ওই অটোরিকশায় করে বাড়িতে ফিরছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, শামীম তার মা পিংকি বেগমসহ ছয়জন ওই অটোরিকশায় শিবপুরে ফিরছিলেন। অটোরিকশাটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাড়ইগাঁও এলাকায় পৌঁছানোর পর মনোহরদীগামী একটি বালুবাহী ট্রাক তাদের অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত হন শামীমের মা পিংকি বেগমসহ পাঁচজন। তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত কিশোরের মামা শাহীন আলম জানান, পিংকি ও ভাগ্নে শামীম মিয়া গাজীপুরে গিয়েছিলেন কয়েক দিন আগে। গাজীপুরের একটি কারখানায় শামীমের বাবা সুমন মিয়া চাকরি করেন। সোমবার ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয় ভাগ্নে। বোন হাসপাতালে চিকিৎসাধীন।
শিবপুর থানার উপপরিদর্শক রাসেল কবির জানান, নিহত কিশোরের মরদেহ হাসপাতালে আছে। দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
তবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।