সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

বানরের শরীরেও কাজ করছে ভারতের টিকা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৪ বার

অনলাইন ডেস্কঃ  করোনাযুদ্ধে নতুন পথের দিশা দেখাচ্ছে ভারতের তৈরি করা টিকা ‘কোভ্যাকসিন’। মানবদেহে টিকাটি কাজ করছে। একই সঙ্গে বানরের শরীরে টিকাটি কাজ করছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এবং পুনের ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের যৌথভাবে তৈরি করা ওই টিকা মানুষ ছাড়াও অন্য স্তন্যপায়ীদের শরীরে কাজ করছে বলে জানিয়েছে। খবর আনন্দবাজার ও স্ট্যাট নিউজের

ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থাটির সূত্রে জানা গেছে, চারটি দলে ভাগ করে ২০টি রিস্যাস ম্যাকাস প্রজাতির বানরের ওপর ওই টিকা প্রয়োগ করা হয়েছিল। তার ফল মিলেছে আশাতীত। গবেষণার সঙ্গে যুক্ত বিপিন এম বশিষ্ঠ নামে বিজনৌরের এক চিকিৎসক এ কথা জানান। তিনি টুইটে জানান, কোভ্যাকসিন ম্যাকাসের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে।

এদিকে বৃহস্পতিবার অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, টিকা গ্রহণের পর জটিল স্নায়বিক সমস্যায় পড়েছিলেন এক নারী স্বেচ্ছাসেবক। তবে তিনি এখন সুস্থতার দিকে। শিগগিরই নতুন করে পরীক্ষা শুরু হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ