শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

বাটলারের জার্সি বিক্রি হল ৬৮ লাখ টাকায়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ২১০ বার

স্পোর্টস ডেস্কঃ  
করোনাভাইরাস মোকাবেলায় ক্যারিয়ারের সেরা স্মারক জার্সি নিলামে তুলেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার। তার সেই বিশ্বকাপ ফাইনালের জার্সি বিক্রি হয়েছে ৬৫ হাজার ১০০ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা।
নিলামে ওঠা পুরো অর্থই করোনায় আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাটলার। লন্ডনের দুটি হাসপাতালকে আর্থিক সহায়তার জন্য এই মহৎ উদ্যোগ নিয়েছিলেন বাটলার।
গত ৩১ মার্চ অনলাইন নিলামে তোলা হয় জার্সিটি। নিলাম শেষ হয়েছে মঙ্গলবার রাতে। ৮২টি সফল বিডের পর সেটি বিক্রি হয়েছে ৬৫,১০০ পাউন্ডে। এই জার্সি পরেই গত জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন বাটলার।
ইংল্যান্ডের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর মুহূর্ত এসেছিল তার হাত ধরেই। স্মরণীয় জার্সিতে সতীর্থদের অটোগ্রাফ নিয়ে রেখেছিলেন বাটলার। মানবতার সেবায় সেটি কাজে আসায় আরও বেশি উচ্ছ্বসিত বাটলার বলেন, আমার জন্য এটি খুবই স্পেশাল একটি জার্সি। ভীষণ প্রয়োজনীয় একটি কাজে লাগায় এটি আরও অর্থবহ হয়ে উঠেছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ