সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

বাজে ফুটবলে ভুটানের কাছে হার বাংলাদেশের

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ২৩৩ বার

স্পোর্টস ডেস্কঃ  
ভুটানের কাছে হার দিয়ে দক্ষিণ এশিয়ান গেমস শুরু করেছে বাংলাদেশ।
দিনের শুরু আর শেষের মধ্যে কত অমিল। কাঠমান্ডুতে শুরু হওয়া দক্ষিণ এশিয়ান গেমসে আজ দিনের শুরুতে তায়কোয়ান্দো ইভেন্ট থেকে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন দিপু চাকমা। কাঠমান্ডুতে বাংলাদেশ বহরের সে আনন্দ বেশিক্ষণ টিকতে দিল না ফুটবল দল। ভুটানের কাছে ১-০ গোলে হেরে ফুটবল মিশন শুরু করেছে বাংলাদেশ। গেমসের ইতিহাসে ভুটানের কাছে এটাই বাংলাদেশের প্রথম হার।
ভুটানের কাছে এই হারটি একেবারেই অপ্রত্যাশিত। অনূর্ধ্ব-২৩ দলের মোড়কে প্রায় জাতীয় দল নিয়েই গেমসে অংশগ্রহণ করছে বাংলাদেশ। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশটাই আজ মাঠে নামিয়েছিলেন জেমি ডে। অথচ ফুটবল দলের কাঠমান্ডু মিশন শুরু হলো হার দিয়ে। তাও আবার একেবারেই বাজে ফুটবল খেলে। জামালদের খেলা দেখে কখনোই মনে হয়নি এই দলটার গায়ে ফেবারিটের তকমা। উল্টো ৬৫ মিনিটে একমাত্র গোল করে ম্যাচের মীমাংসা করে দিয়েছেন ভুটানিজ অধিনায়ক ও ফরোয়ার্ড চেনশো গেইলশেন।
এই হারের পরে বাংলাদেশের ফাইনাল খেলাটা কিছুটা শঙ্কার মধ্যেই পড়ে গেল! রাউন্ড রবিন লিগ টুর্নামেন্টে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ