“ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?
বরকতের রক্ত।”
-আল-মাহমুদ।
বাংলা ভাষা, বরকতদের রক্তের বিনিময়ে অর্জিত এ ভাষা। ভাষা আন্দোলন বিশ্বের ইতিহাসে অনন্য এক ঘটনা। ১৯৫২ সালে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য সংঘটিত হয় এ আন্দোলন। বায়ান্ন সালে চূড়ান্ত আন্দোলন সংঘটিত হলেও এর সূত্রপাত দেশ ভাগের মাধ্যমে পাকিস্তান সৃষ্টির পর থেকেই।
১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এমন ঘোষণার পরপরই পূর্ববাংলার ছাত্রসমাজ এবং জনসাধারণ প্রতিবাদমুখর হয়ে উঠে। অবশেষে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি পাক সরকারের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে বাংলাকে রাষ্টভাষা করার দাবিতে সংঘটিত মিছিলে পাক পুলিশের গুলিতে নিহত হন রফিক, সালাম, বরকতসহ আরো অনেকেই। সাথে সাথেই ক্ষোভে ফেটে পড়ে পুরো পূর্ববাংলা। একপর্যায়ে ১৯৫৬ সালে পাকিস্তান সরকার গণদাবির মুখে সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
“বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনেরে
বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনেরে।”
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে রক্তদামে কেনা ভাষার মর্যাদা রক্ষা করতে আমরা ব্যর্থ হচ্ছি প্রতিনিয়ত। ভাষা আন্দোলনের প্রাক-কালে ভাষার সমস্যা সমাধানের ব্যাপারে মাওলানা আকরাম খানের নেতৃত্বে গঠন করা হয়েছিল বাংলা ভাষা কমিটি। কমিটি কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বাংলাকে আরবি বর্ণমালার মাধ্যমে লেখার সুপারিশ করা হয়েছিল। কিন্তু তৎকালীন বাংলার মানুষ এরূপ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এবং সেইসাথে বাংলাকেই রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়েছিল।
বায়ান্নতে বুকের তাজা রক্তে কেনা বাংলাভাষাকে আজো আমরা আঘাতে জর্জরিত করে চলেছি। অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তবতা এটাই যে- এখন ফেসবুকসহ নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টসমূহের শিরোনামে (ক্যাপশন), মন্তব্যঘরে এবং বার্তা আদান প্রদানে বাংলাকে ইংরেজী বর্ণমালায় লিখতে দেখা যায়। এটি খুবই পরিতাপের বিষয় যে রক্তপ্রাণের বিনিময়ে অর্জিত বাংলা বর্ণমালা রেখে আমরা অন্য বর্ণমালায় বাংলাকে লিখছি।
আমাদের সবারই উচিত এব্যাপারে সচেতন হওয়া এবং প্রাণের বিনিমর পাওয়া বাংলাভাষাকে বাংলা বর্ণমালাতেই লেখা। আমাদের ভুলে যাওয়া উচিত হবে না-
“বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।”
তাই শপথ হোক এই মুহূর্ত থেকে সর্বত্রই বাংলায় লিখি বাংলা।
–শামসুজ্জামান রাজু
অর্থনীতি বিভাগ (৩য় বর্ষ) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়।