মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ সীমান্তের কাছে সহকর্মীর হাতে দুই বিএসএফ সদস্য খুন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৪২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   বাংলাদেশ সীমান্তের কাছে এক সহকর্মীর হাতে দুই বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য খুন হয়েছেন। সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সোমবার রাতে ভারত-বাংলাদেশের সীমান্তের কাছে উত্তর দিনাজপুরের রানীনগর থানার অন্তর্ভুক্ত সীমান্তে তিনজন দায়িত্ব পালন করছিলেন। এ সময় একজনের গুলিতে অপর দুইজন বিএসএফ সদস্য নিহত হন।

উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, কনস্টেবল উত্তম সুত্রধরের গুলিতে ইন্সপেক্টর মাহেন্দ্র সিং ভাট্টি ও কনস্টেবল অনুজ কুমার নিহত হন। তারা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এক জ্যেষ্ঠ জেলা পুলিশ কর্মকর্তা বলেন, সহকর্মীদের গুলি করার পর সুত্রধর তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেছে। সে এখন পুলিশ হেফাজতে আছে। দুই সহকর্মীর সঙ্গে কোনো একটি ইস্যুতে তার ঝগড়া হয়েছিল। আমরা এ ব্যাপারে তদন্ত শুরু করেছি।

এ ঘটনায় বিএসএফ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে বাহিনীর একটি সূত্র।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ