রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারতের সামরিক মহড়া শুরু কাল

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৩১০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
বাংলাদেশ-ভারতের সামরিক মহড়া ‘সম্প্রীতি ৮’ শুরু হচ্ছে কাল। শনিবার এ মহড়া চলবে ১৫ মার্চ পর্যন্ত। টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসে দুই দেশের মধ্যে এ মহড়া অনুষ্ঠিত হবে। বৃস্পতিবার ভারত দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সামরিক মহড়ায় ভারতের ১৭০ সেনা সদস্য অংশগ্রহণ করবে। তারা আজ শুক্রবার ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমান এয়ারক্র্যাফট আইএল-৭৬ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।
সামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা। যা সন্ত্রাস দমনে ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১১ সালে ভারতের আসামে প্রথমবার এ সামরিক মহড়া হয়েছিল। তারপর থেকে দুই দেশ এই মহড়ার আয়োজন করে আসছে। গত বছর ভারতের মিজুরামে এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল। মহড়া শেষে ১৬ মার্চ ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা ওই বিশেষ বিমানে করে দেশে ফিরবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ