রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

বাংলাদেশ একাদশে আসছে পরিবর্তন!

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুলাই, ২০১৮
  • ৪৪৭ বার

স্পোর্টস ডেস্ক::
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুদল। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায়। সেখান থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও চ্যানেল নাইন। এ ম্যাচে জিততে মরিয়া বাংলাদেশ। জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। কপাল পুড়তে পারে ওপেনার এনামুল হক বিজয়ের। দীর্ঘদিন পর দলে ফিরলেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। প্রথম ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি বিজয়। শুরুতে আউট হয়ে ব্যাকফুটে ফেলে দেন দলকে। তাই তার জায়গায় ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে পারেন লিটন দাস। প্রস্তুতি ম্যাচে ৭০ রানের নান্দনিক ইনিংস খেলেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তারই পুরস্কার পেতে পারেন তিনি। এ ছাড়া আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আবার উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে বাংলাদেশ। এক্ষেত্রে থেকে যাবেন এনামুল হক।

তবে প্রথম ওয়ানডেতে যা হওয়ার তা হয়েছে, দ্বিতীয় ম্যাচে ছাড় দিতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জিততে মুখিয়ে ক্যারিবিয়ানরাও। দরকারে সর্বাত্মক শক্তি প্রয়োগ করবেন তারা। বাঁচামরার ম্যাচে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সে ক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন কায়রন পাওয়েল অথবা কিমো পল। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন রোভম্যান পাওয়েল। আবার একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিকরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, এনামুল হক বিজয়/লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জ্যাসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, জ্যাসন হোল্ডার, রোভম্যান পাওয়েল/কাইরন পাওয়েল/কিমো পল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স ও আলজারি জোসেফ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ