শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশের ২ ভোট মেসি ও রোনালদোকে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২৩ বার

স্পোর্টস ডেস্কঃ  
২৩ সেপ্টেম্বর ঘোষিত হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। বিশ্বসেরা ফুটবলার নির্বাচনে আছে বাংলাদেশের ভূমিকাও। ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
১৩ বছর পর ফিফা ব্যালন ডি’অরের দৌড়ে আছেন একজন ডিফেন্ডার। লিভারপুল সেন্টারব্যাক ভার্জিল ফন ডাইক কী এবার এত দিন ধরে চলে আসা প্রথা ভাঙতে পারবেন? নাকি ব্যালন ডি’অর উঠবে কোনো ফরোয়ার্ডের হাতেই! তাঁর প্রতিদ্বন্দ্বিতাটা হবে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেই। মিলানে ২৩ সেপ্টেম্বর ফন ডাইক মেসি-রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কিনা সময়ই বলে দেবে।
মেসি ও রোনালদো শুনলে খুশি হতে পারেন বাংলাদেশ থেকে দুটি ভোট পড়েছে তাদের বাক্সে। বাংলাদেশ থেকে একটি ভোট পেয়েছেন ফন ডাইকও। ধারাবাহিকভাবে এই তিনজনই পেয়েছেন কোচ জেমি ডের ভোট। তবে জেমির প্রথম ভোটটা গিয়েছে মেসির বাক্সে, ‘আমি প্রথম, দ্বিতীয় ও তৃতীয়র ক্ষেত্রে ধারাবাহিকভাবে মেসি, রোনালদো ও ফন ডাইককে ভোট দিয়েছি।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার ভোটও পেয়েছেন মেসি ও রোনালদো। তবে বাংলাদেশ দলের এই হোল্ডিং মিডফিল্ডারের তৃতীয় ভোটটি পেয়েছেন বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের বাক্সে, ‘প্রথম ও দ্বিতীয় ভোটটা দিয়েছি মেসি ও রোনালদোকে এবং হ্যাজার্ড পেয়েছেন তৃতীয় ভোটটা।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ