স্পোর্টস ডেস্কঃ
প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়েছে বাংলাদেশ নারী হকি দল। দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে এয়ার এশিয়া উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি ২০১৯। এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার মধ্যে দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক হকিতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ হকি দল। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন তারিন আক্তার খুশি ও অধিনায়ক রিতু খানম।
গতকাল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের হারে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে রিতু খানমরা। লঙ্কানদের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে তারা। প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পেলেও দ্বিতীয় কোয়ার্টারেই গোল আদায় করে নেই বাংলাদেশ। ২৭ মিনিটে গোলের খাতা খোলেন তারিন আক্তার। দ্বিতীয় গোলটি এসেছে চতুর্থ কোয়ার্টারের ৫৮ মিনিটে অধিনায়ক রিতুর স্টিক থেকে।
টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে সিঙ্গাপুর, হংকং, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। গ্রুপ পর্বের খেলাগুলো হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। টুর্নামেন্টের সেরা দুই দল আগামী বছর জাপানে অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপে খেলার টিকিট পাবে। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।