রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক বদলে দিয়েছে যার জীবন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২২৮ বার

স্পোর্টস ডেস্কঃ
২০১৬ সালে মালদ্বীপের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আসাদুল্লাহ আবদুল্লাহ।
মালদ্বীপকে একবার ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেটি ৩৫ বছর আগের কথা। এই মালদ্বীপের বিপক্ষেই আন্তর্জাতিক ফুটবলে ৫-০ ব্যবধানের আরও দুটি জয় আছে। ক্লাব ফুটবলে তো এক সময় আমাদের কোনো ক্লাবের কাছেই পাত্তা পায়নি মালদ্বীপের শীর্ষ ক্লাবগুলো।
এ সবই এখন ঠাকুরমার ঝুলির গল্পের মতো শোনায়। সর্বশেষ তিন ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ হেরেছে যথাক্রমে ৩-১, ৩-১ ও ৫-০ ব্যবধানে। ২০১৬ সালে মালেতে এক প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে ৫-০ গোলে হেরে ভরাডুবির চূড়ান্ত হয়েছিল জাতীয় দলের। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আসাদউল্লাহ আবদুল্লাহ। সে হ্যাটট্রিকই বদলে দিয়েছিল তাঁর ক্যারিয়ার।
আন্তর্জাতিক ফুটবলে এই একটি হ্যাটট্রিক-ই করেছেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে নিজের ক্লাব মাজিয়া এফসির হয়ে আবদুল্লাহ এখন ঢাকায়। ২০১৭ সালেও খেলতে এসেছিলেন বাংলাদেশে। আবাহনীর বিপক্ষে ২-০ গোলের জয়ের সে ম্যাচে একটি গোল এসেছিল তাঁর পা থেকে। বাংলাদেশকে পেলেই কেমন যেন জ্বলে ওঠেন তিনি।
২০১২ সালে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক আবদুল্লাহর। অভিষেক ম্যাচে পেয়েছিলেন গোলও। তবে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকটি তাঁর ফুটবল ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন আবদুল্লাহ, ‘আন্তর্জাতিক ম্যাচে আমরাই একটাই হ্যাটট্রিক। সেটাই বাংলাদেশের বিপক্ষে। দিনটি আমার জন্য খুবই স্মরণীয়। সেই হ্যাটট্রিক আমার ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর পর এএফসি কাপে আবাহনীর বিপক্ষেও ভালো একটি গোল পেয়েছিলাম। বাংলাদেশ বা বাংলাদেশের কোনো ক্লাবের বিপক্ষে খেলা আমার জন্য বিশেষ কিছু। কীভাবে যেন গোল পেয়ে যাই।’
৭ আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল ৫টি। এর তিনটিই বাংলাদেশের বিপক্ষে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে কি বাংলাদেশের রক্ষণভাগ তুলনামূলক সহজ? আবদুল্লাহ অবশ্য এমন কিছু মনে করেন না। তপু বর্মণের প্রতি তাঁর আছে অন্যরকম শ্রদ্ধা, ‘‘ক্লাব ও জাতীয় দলের হয়ে তপুর (তপু বর্মন) বিপক্ষে আমি কয়েকবার খেলেছি। সে খুবই ভালো মানের ডিফেন্ডার। তাঁকে বোকা বানানো সহজ কাজ নয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ