সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

বাংলাদেশের ক্রিকেটের দশক-সেরারা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ২০৭ বার

 

স্পোর্টস ডেস্কঃ  
শেষ হয়ে যাচ্ছে একুশ শতকের দ্বিতীয় দশক। নির্দ্বিধায় বলে দেওয়া যায় এ দশকটাই বাংলাদেশে ক্রিকেটের সেরা দশক। এ দশকেই বাংলাদেশ ওয়ানডেতে সমীহ করা শক্তি হয়ে উঠেছে। মাশরাফিরা কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বকাপে, সেমিফাইনাল খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। টেস্টেও ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় এসেছে। সফল এ দশকে সাফল্যের কারিগরদের কার কেমন পারফরম্যান্স ছিল? এ দশকে কোন সংস্করণে বাংলাদেশের হয়ে কে সবচেয়ে বেশি রান করেছেন, কার উইকেটই-বা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ম্যাচ-ই বা খেলেছেন কে? দশকে বাংলাদেশের সেরাদের নিয়ে এ আয়োজন।
তিন সংস্করণ মিলিয়ে বিদায়ী দশকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। বাঁহাতি ওপেনার করেছেন ১০১৪৩ রান। তবে আলাদা আলাদা সংস্করণে শীর্ষ ব্যাটসম্যানের নামও বদলে গেছে। টেস্টে তামিম, ওয়ানডে মুশফিকুর রহিম ও টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের সবচেয়ে বেশি রান। সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ—ব্যাটসম্যানদের শীর্ষ চারে তিন সংস্করণেই আছে এই চারটি নাম। পরিবর্তন শুধু পাঁচ নম্বরে।
বোলিংয়ে তিন সংস্করণেই একচ্ছত্র আধিপত্য সাকিব আল হাসানের। তিন সংস্করণেই শীর্ষে এ বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে গত ১০ বছরে বাংলাদেশের হয়ে ৪১৮ উইকেট সাকিবের। বাংলাদেশের বোলারদের মধ্যে তিন সংস্করণেরই শীর্ষ পাঁচে সাকিব ছাড়া আর কেউ নেই।
গত এক দশকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ৭৫ জন। এ সময়ে বাংলাদেশ ম্যাচ খেলেছে ২৯৭টি। এর মাত্র ১৫টিতেই দলে ছিলেন না মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ।
সবচেয়ে বেশি ম্যাচ:
সব মিলিয়ে মুশফিকুর রহিম ২৮২
টেস্ট মুশফিকুর রহিম ৫৩
ওয়ানডে মুশফিকুর রহিম ১৫৭
টি-টোয়েন্টি মাহমুদউল্লাহ ৭৫
এ সময়ে সবচেয়ে বেশি ১১৩ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি অবশ্য শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টিই খেলেছেন।
সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক:
সব মিলিয়ে মাশরাফি বিন মুর্তজা ১১৩
টেস্ট মুশফিকুর রহিম ৩৪
ওয়ানডে মাশরাফি বিন মুর্তজা ৮৫
টি-টোয়েন্টি মাশরাফি বিন মুর্তজা ২৮

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ