এম এ মোতালিব ভুইয়া::
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দেশের এক ক্লান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি আত্ম প্রকাশের মধ্যদিয়েই এদেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আওয়ামী-বাকশালী সরকার গনতন্ত্রকে হাইজ্যাক করে দেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রেখেছে। বর্তমান সরকার জনগণের সরকার নয়। সরকার দেশকে পুলিশী রাষ্ট্রে পরিনত করেছে। জনমতের কোন মুল্য নেই এ সরকারের কাছে। তিনি বলেন, তীব্র গণ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে। শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ তানজিনা কমিউনিটি সেন্টারে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক আব্দুল মছব্বির, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান জোয়াদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান সুহেল, বিএনপি নেতা নজরুল হক চেয়ারম্যান, হেলাল আহমদ, মুজিবুর রহমান, সামছুল ইসলাম মেম্বার, আব্দুল লতিব মাষ্টার, আবুল হাসনাত চেয়ারম্যান, আবু নছর, হাজী আব্দুস সামাদ, হাজী তৈয়বুর রহমান, মনোহর আলী, ইলিয়াস উদ্দিন, হাজী তৈমছ আলী, আমিরুল ইসলাম, ছালিক মিয়া, হাফিজুর রহমান, কবিরুল ইসলাম আঙ্গুর, জসিম উদ্দিন সালমান। বক্তব্য রাখেন, নুরুল আলম, আবু সুফিয়ান, নুরুল হক, আলী আমজদ, লুৎফুর রহমান খান, আনোয়ার হোসেন সাগর, মাহবুবুর রহমান, শেখ আফতাব আলী, আতিকুর রহমান, মতিউর রহমান, আব্দুল খালিক, শংকর দাস, আব্দুল কাহার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদুর রহমান আবিদ, সাধারন সম্পাদক রাহেল আহমদ, বিএনপি নেতা সদরুল আমিন সোহান, কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলে আহবায়ক গোলাম হোসেন সাকিল, পৌর স্বেচ্ছাসেকদলের সভাপতি শাহীনুল হক চৌধুরী, বিএনপি নেতা জহিরুল ইসলাম, ছায়েম আহমদ, মুশফিকুর রহমান, শফিকুল হক দুপুর, ফজলু খান, ইসলাম ফিরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, জিল্লুুর রহমান মানিক, জেলা স্চ্ছোসেবকদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, যুবদল নেতা লায়েক চৌধুরী, সাজ্জাদুর রহমান, আজিজুর রহমান, উসমান আলী, গাজী মিলটন, আবু শামীম লিকসন, স্বেচ্ছাসেবকদল নেতা মনসুর আহমদ, হেলাল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হিরা, কবির আহমদ, আব্দুস সহিদ, মাসুম আহমদ, কামাল হোসেন তালুকদার, যুবদল নেতা আবু শামীম, লিকসন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক মারুফ এলাহী সুহেল, হাফিজুর রহমান মামুন।