বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

বাংলাদেশকে সমীহ ডি ককের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০১৯
  • ৫০৭ বার

স্পোর্টস ডেস্কঃ  
হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফিকা। স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে আসরের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের দগদগে ক্ষত নিয়ে আগামীকাল রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। রেকর্ড-পরিসংখ্যান ও শক্তিমত্তার বিচারে প্রোটিয়ারা এগিয়ে থাকলেও টাইগারদের সমীহ-ই করছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তিনি মনে করেন, বাংলাদেশ যথেষ্ট ভালো দল। খেলেই তাদের সঙ্গে জিততে হবে।
ইংলিশদের বিপক্ষে হারের স্বাদ পাওয়া প্রোটিয়ারা বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। সেটি জানিয়ে প্রোটিয়া দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলেন, এখন আমরা জানি, উইকেট কী রকম আচরণ করছে। সুতরাং, আমাদের এখন উন্নতি করা উচিত। কারণ আমরা জানি নিজেদের দিনে টাইগাররা কতটা ভালো খেলতে জানে। ওরা ভালো দলও। তবে ইতিবাচক ধারণা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।
নিজেদের প্রথম ম্যাচে পরাজয় দিয়ে আসর শুরু করা দক্ষিণ আফ্রিকা এখানেই সব শেষ দেখছে না। ভালো শুরু না পেলেও আত্মবিশ্বাস নিয়ে বৈশ্বিক টুর্নামেন্ট শেষ করতে চায় দলটি। তিনি বলেন, এটা কেবল শুরু। আমরা এমনভাবে প্রতিযোগিতা শুরু করতে চাইনি। এখন দেখার বিষয় আমরা কীভাবে শেষ করি। সেই লক্ষ্যে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি। আমরা অবশ্যই বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাই। দলের সবাই প্রস্তুত।
তথ্যসূত্র: ক্রিকেটওয়ার্ল্ডডটকম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ