সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

বাংলাদেশকে নিয়ে সেমিতে ফিলিপাইন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ২৭৫ বার

স্পোর্টস ডেস্ক::
লাওসকে সহজে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে উঠেছে ফিলিপাইন। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে ফিলিপাইন ৩-১ গোলে হারিয়েছে লাওসকে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারা লাওস সবার আগে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে। ফিলিপাইনের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশেরও।
সমীকরণটা মুখস্ত ছিলো দর্শকদেরও। ফিলিপাইন যখন তৃতীয়বার বল পাঠালো লাওসের জালে, তখন সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারির দর্শকরা উল্লাস করলো গো-ও-ল বলে। ৮১ মিনিটে ৩-০ গোলে পিছিয়ে পড়লে লাওসের যেমন বিদায় ঘণ্টা বেজে উঠে, তেমন বাংলাদেশ চলে যায় সেমিফাইনালের কাছাকাছি।
খেলার গতিচিত্র বলছিল, লাওসের ম্যাচে ফেরা কঠিন। ড্র করলেও বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত। নিজেদের টেনশন মাথায় নিয়ে অন্যের ম্যাচ দেখা দর্শকের মধ্যে তখন স্বস্তি, বাংলাদেশের সেমিফাইনাল যে নিশ্চিত প্রায়! শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতেছে ফিলিপাইন। নিজেদের ম্যাচ না হলেও হাসিমুখে স্টেডিয়াম ছেড়েছে সিলেটের দর্শকরা।
ফিলিপাইন এগিয়ে যায় ৪৩ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে। বেডিক জভিন বল নিয়ে বক্সে ঢুকতেই তাকে ফেলে দেন লাওসের ডিফেন্ডার কাহারন। জভিন কোনো ভুল করেননি, নিখুঁত শটে গোল করে এগিয়ে দেন দলকে। তার আগেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লাওস; কিন্তু ইনালের জোড়ালো শট রুখে দেন ফিলিপাইনের গোলরক্ষক।
ফিলিপাইন ব্যবধান দ্বিগুণ করে ৫৩ মিনিটে। বাম দিক থেকে হিকারুর মাপা ক্রসে বক্সে দাঁড়ানো অরক্ষিত জ্যাভিয়ার হেডে কাঁপিয়ে দেন লাওসের জাল। ৮১ মিনিটে আবার পেনাল্টি পায় ফিলিপাইন। ডান দিক থেকে হিকারুর ক্রস লাওসের ডিফেন্ডার সোকসুনের হাতে লাগে। তুর্কমেনিস্তানের রেফারি কুরবানভ ছিলেন নিকটেই দাঁড়ানো পেনাল্টির সিদ্ধান্ত দিলে গোল করেন বাহাদোরান।
৮৮ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান কমায় লাওস। ফিলিপাইনের অ্যাঞ্জেলস লাওসের ফিথাককে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় লাওস। গোল করেন ফিথাক। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিপাইন। এ ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপসেরা হতে হলে বাংলাদেশকে জিততেই হবে। ফিলিপাইন ড্র করলেই উঠে যাবে বাংলাদেশের উপরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ