রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

বাঁচা-মরার ম্যাচে কোন ১১ জনকে মাঠে নামাবে আর্জেন্টিনা?

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৩৯১ বার

খেলা ডেস্ক::
আগের ম্যাচের দল থেকে পরবর্তী ম্যাচের একাদশে পরিবর্তন থাকতে পারে পাঁচটি। একাদশে ফিরতে যাচ্ছেন ডি মারিয়া ও মার্কোস রোহো
বিশ্বকাপে টিকে থাকতে গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। অন্যদিকে, আইসল্যান্ড যেন ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় না পায়, সে আশাও করতে হবে। দুটি সমীকরণ মিললেই কেবল দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেন মেসিরা। তবে জয় নিয়ে নিজেদের কাজটা তো আগে সেরে রাখতে হবে। এযাত্রায় আর্জেন্টিনার শেষ ভরসা কারা?

গতকাল সকালেই ফাঁস হয়ে গেছে ২৬ জুন পিটার্সবার্গে বাঁচা-মরার লড়াইয়ে কোন একাদশ নিয়ে নামতে যাচ্ছে আর্জেন্টিনা! সকালের অনুশীলনে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে যায় সাম্পাওলির হাতের নোটবুকের ট্যাকটিকস। সেখানেই ফুটে উঠেছে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ। আর্জেন্টাইন–সমর্থকেরা খুশি হতে পারেন, পরবর্তী ম্যাচে গোলপোস্টের নিচে থাকছেন না আগের ম্যাচে শিশুসুলভ ভুল করে দলকে ভোগানো কাবায়েরো। তাঁর জায়গা নেবেন আর্জেন্টিনার শীর্ষ দল রিভার প্লেটের গোলরক্ষক হিসেবে বেশ নাম কুড়ানো ফ্রাঙ্কো আরমানি। শুধু তা-ই নয়, আগের ম্যাচের সঙ্গে পরবর্তী ম্যাচের একাদশে থাকতে পারে পাঁচটি পরিবর্তন। বিশ্বকাপে প্রথমবারের মতো মূল একাদশে দেখা যেতে পারে গঞ্জালো হিগুয়েইনকে। ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

সব মিলিয়ে আগের ম্যাচে একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে পরবর্তী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে থাকছেন এডুয়ার্ডো সালভিও, এনজো পেরেজ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো ও হাভিয়ের মাচেরানো। আর আসতে যাচ্ছেন আরমানি, মার্কোস রোহো, এভার বানেগা, ডি মারিয়া ও হিগুয়েইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা ৩-৪-৩ ফরমেশন থেকে সরে এসে নাইজেরিয়ার বিপক্ষে সাম্পাওলির ফরমেশন হতে যাচ্ছে ৪-৩-৩

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ