স্পোর্টস ডেস্কঃ লাতিন আমেরিকার ফুটবলারদের আনতে পটিয়সী বসুন্ধরা কিংস। ২০১৮ সালে বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফুটবলার দানিয়েল কলিনদ্রেসকে এনে চমক লাগিয়েছিল ক্লাবটি।
এর পর আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার হার্নান বার্কোসকে উড়িয়ে এনে তাক লাগিয়ে দেন তারা।
ব্রাজিলিয়ান ফুটবলার দ্য সিলভা রবিনহোর পর এবার ক্লাবটির নতুন চমক আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ।
এএফসি কাপ সামনে রেখে লাতিন আমেরিকার এ দুই ফুটবলারকে দলে ভিড়িয়েছে বলে জানিয়েছে বসুন্ধরা কিংস ক্লাব।
জোনাথন ফার্নান্দেজের যুক্ত হওয়ার বিষয়টি শনিবার নিজেদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে বসুন্ধরা।
এদিকে বসুন্ধরায় যোগ দিয়ে উচ্ছ্বসিত জোনাথন।
ক্লাবটির ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ। আমি জোনাথন বলছি। সম্প্রতি আমি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করেছি। এই ক্লাবের জার্সি পরতে আমি অপেক্ষার প্রহর গুনছি। খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের। আমি ক্লাবের সভাপতিসহ অন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
ব্রাজিলের শীর্ষ ক্লাব বোতাফোগোতে খেলছেন ফার্নান্দেজ। ব্রাজিলের সিরিআ ও সিরিবিতে খেলেছেন এ ফুটবলার।
আগামী ২৩ অক্টোবর মালদ্বীপে শুরু হবে এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচগুলো। ৪ নভেম্বর শেষ হবে ‘ই’ গ্রুপের খেলা।