দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণকে জীবননাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে সংগঠনটি থেকে।
শুক্রবার দুপুরে উদীচী বরিশাল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ৬ আগস্ট বরিশাল উদীচী ভবনের চিঠির বাক্স খুলে বেনামে ওই হত্যার হুমকি সংবলিত চিঠিখানা পাওয়া যায়। সম্প্রতি সরকারি বরিশাল কলেজের নামকরণ নিয়ে বরিশাল নগরীতে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাইফুর রহমান মিরণ। চিঠিতে বরিশাল কলেজের নামকরণের আন্দোলন থেকে বিরত থাকতে বলা হয়েছে। না হলে পরোক্ষভাবে হত্যার হুমকি দেয়া হয়েছে।
সংগঠনটি মনে করে, বরিশাল উদীচীর সভাপতিকে জীবননাশের হুমকি সংস্কৃতির জন্য এক অশনিসংকেত। তারা এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হুমকিদাতাদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে উদীচী।
সুত্রঃ যুগান্তর