স্টাফ রিপোর্টারঃ টানা তিন তিন বার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন একসময়ের তুখোড় ছাত্রনেতা মিসবাহ উদ্দিন সিরাজ। নবগঠিত আওয়ামী লীগের ২১ তম কমিটি থেকে বাদ পরতে হল সিলেটের এ সন্তানের। ঘোষিত ৭৪ পদে কোথাও ঠাঁই হয়নি সিলেট জর্জ কোর্টের এ পাবলিক প্রসিকিউটরের। তাঁর স্থলাভিক্ত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনিও তুখোড় ছাত্রনেতা ছিলেন। দায়িত্ব পালন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সম্পাদক ও সভাপতির।।
মৌলভীবাজারের কুলাউড়ার এ সন্তানের খ্যাতি আছে ক্রীড়াঙ্গনেও। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও নারী ক্রিকেট দলের প্রেসিডেন্টও।
এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে রাজনীতিতে সৌহাদ্য সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত বলে অবিহিত করছেন অনেকেই।
এরআগে শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সাথে তাদের নিজ নিজ বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।
উল্লেখ্য- বৃহস্পতিবার রাত ৯টার পর আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকালে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ঘোষণা করেন।