সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় ভেন্যু কক্সবাজার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৫৪ বার

স্পোর্টস ডেস্ক::
বাফুফে ভবন থেকে হাসি মুখেই বেড়িয়ে গেলেন বিজন বড়ুয়া। সাবেক এ গোলরক্ষক এখন বাফুফের নির্বাহী কমিটির সদস্য। একটু আগেই বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তাকে জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপের একটি ভেন্যু কক্সবাজার। কিছুক্ষণের মধ্যেই চিঠি পেয়ে যাবে।’
বিজন বড়ুয়া কক্সবাজারের ছেলে। জাতির জনকের নামের আন্তর্জাতিক টুর্নামেন্টের তৃতীয় ভেন্যু হচ্ছে তারই জেলা। তাও আবার দুটি সেমিফাইনাল। আনন্দ হওয়াটাই স্বাভাবিক। অথচ তৃতীয় ভেন্যু হিসেবে প্রথমে বাফুফের বিবেচনায় ছিল নীলফামারী। শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়া দর্শক দেখেই সেখানে বঙ্গবন্ধু কাপের সেমিফাইনাল আয়োজনের কথা ভাবছিল বাফুফে।
কিন্তু কক্সবাজার ভেন্যুর দৌড়ে নীলফামারীকে পেছনে ফেলে যাতায়াত, আবাসন ও মাঠ- এসব বিবেচনায়। চারটি বিদেশি দলের ভেন্যুতে যাওয়া-আসা এবং থাকার হোটেল; সব বিশ্লেষণ করে কক্সবাজারকেই চূড়ান্ত করেছে বাফুফে।
১ থেকে ১২ অক্টোবর হবে ৬ জাতির এ টুর্নামেন্ট। গ্রুপ পর্বের সব খেলা হবে সিলেটে ৬ অক্টোবর পর্যন্ত। দুটি সেমফাইনাল হবে কক্সবাজার ৯ ও ১০ অক্টোবর। তারপর ঢাকায় ফিরে ১২ অক্টোবর ফাইনাল।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে তাজিকিস্তান, ফিলিস্তিন ও বর্তমান চ্যাম্পিয়ন নেপাল। ‘বি’ গ্রুপে ফিলিপাইন, লাওস ও স্বাগতিক বাংলাদেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ