স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় জেলা স্টেডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সুরমা ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে কুরবাননগর ইউপি। আক্রমন পাল্টা আক্রমনে শুরু থেকেই জমে উঠে ফাইনাল ম্যাচটি। খেলার প্রথমার্ধ্যে কুরবাননগর ইউপি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমনাত্মক ফুটবল খেলে সমতায় ফিরে সুরমা ইউপি।
এরপর মুহুর্মুহু আক্রমন হলেও কোন দল গোলের দেখা না পাওয়ায় নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে খেলা শেষের আগ মুহুর্তে জয়সূচক গোলটি পায় কোরবাননগর ইউপি। ২-১ গোলের ব্যাবধানে চ্যাম্পিয়ান হয় তারা। কোরবাননগর ইউপির হয়ে কোচের দায়িত্ব পালন করেন মো: জাহাঙ্গীর আলম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কুরবাননগর ইউপি’র পারভেজ হাসান কামরুল, সেরা গোলদাতার পুরস্কার জিতেন একই ইউনিয়নের সাইদুল। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।