রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৩৫১ বার
স্টাফ রিপোর্টার:: সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন   উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এসময় স্ব স্ব ব্যানারে শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায়   উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসের গোপনীয় সহকারী অনুরাধা দাস মুন্নির পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান,  উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী, ওসি (তদন্ত) ইকবাল বাহার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধাকান্ত তালুকদার, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব  হাসনাত হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভুষণ চক্রবর্তী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদ, জয়কলস উজানীগাও সরকারি রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শচীন্দ্র চন্দ সরকার, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার সহ উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষিকা ও শিক্ষার্থী প্রমুখ।
উল্লেখ মুজিববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ