স্টাফ রিপোর্টার::
আগামি ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদের নির্বাচনের সাধারণ ওয়ার্ড সদস্য পদ ও সংরক্ষিত আসনের সদস্য পদে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রতীক গ্রহন করেছে প্রার্থীগণ।
সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা কাছ থেকে প্রতীক গ্রহণ করেন প্রার্থীগণ।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত (সদর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ) নিয়ে ১ নং ওয়ার্ড গঠিত। ১নং ওয়ার্ডে বই প্রতীক পেয়েছেন
আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা। বই প্রতীক পেয়ে তিনি সবার কাছে দোয়া ও ভোট চেয়েছেন। এসময় তিনি বলেন, বই হলো জ্ঞানের প্রতীক আমি সেই জ্ঞানের প্রতীক বই মার্কা পেয়েছি। আমি পুনরায় নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী। কারণ ১নম্বর ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ আমাকে চাচ্ছেন ফলে তাদের চাওয়া-পাওয়া পূরণ করার জন্যেই আম নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি আমার পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১নম্বর ওয়ার্ডে জনসেবা করতে চাই।
তিনি বলেন,আমি বিগত ৫ বছরের উপর সময় জেলা পরিষদের সদস্য ছিলাম। জেলাবাসীর উন্নয়নে সর্বাত্মক কাজ করেছি। স্থানীয় জনপ্রতিদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আগামী ১৭ তারিখ তারা তাদের পছন্দের প্রতীক বই মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
এদিকে,সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সোমবার (২৬ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দকালে সিলেট জেলা প্রশাসক, সিলেট জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান নির্বাচনের ফরম-ঙ [বিধি ২১(১) দ্রষ্টব্য] অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফরম দেন।এতে সিলেট জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
প্রতীক পাওয়ার পর বিজয় নিয়ে প্রত্যাশা ব্যক্তয় করছেন স্ব স্ব প্রার্থীরা। ভোটার সমর্থকদের মধ্যে নির্বাচনী আমেজ দেখা দিয়েছে । অনেকেই তাদের পচন্দের প্রার্থীর পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নির্বাচনী দৌঁড়ে এগিয়ে রাখছেন ।