স্টাফ রিপোর্টার :: শীতের সকালের মিষ্টি রোদ পড়ে যে কচি মুখগুলো ঝলমল করছিল, নতুন বছরের নতুন বই হাতে পেয়ে সেই মুখেই যেন খুশি আর ধরছিল না। বরাবরের মতো এবারও ইংরেজি বছরের প্রথমদিনে দক্ষিণ সুনামগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র এমনই; সারা উপজেলা মেতেছে বই উৎসবে।উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় ৮৫ নং ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা প্রতিটি শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ৯ টায় প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে এই বই বিতরণ অনুষ্ঠিত হয়। বই বিতরণে উপস্থিত ছিলেন, ৮৫ নং ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা চক্রবর্তী, সহকারী শিক্ষক আবুল কাসেম আজাদ, মাজেদা বেগম, সীমা আক্তার, শিমুল রায়, সাবিনা বারী, নাজমুল হাসান, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি আমির আলী, জসিম উদ্দিন, আইবুন নেছা, রওশনা আরা, রাশিদা বেগম, ৫ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন সহ প্রমুখ।অপরদিকে সকাল ৯ টায় শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েও বই বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক কয়েস আহমেদ, তাসলিমা বেগম ও স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্য সহ প্রমুখ।