দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
একুশে পদকে ভূষিত বইপ্রেমী ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত পলান সরকার মারা গেছেন। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন পলান সরকার। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯২১ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে শিক্ষাজীবনের ইতি টানতে হয় তাকে। তবে বইয়ের প্রতি তার প্রেম ছিলো আজীবন।
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামের বই পড়া আন্দোলনের ভিত তৈরি করেন তিনি। স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন পলান সরকার। এলাকার মানুষকে বিনা পয়সায় বই পড়াতেন তিনি। তবে শর্ত ছিলো পড়া শেষে বই ফেরত দিতে হবে।
২০১১ সালে সামাজসেবায় অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদকে ভূষিত হন পলান সরকার।
বিনামূল্যে বই বিতরণ করে সকলের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টির করার জন্য পলান সরকার ‘সাদা মনের মানুষ’ খেতাবেও ভূষিত হন।