রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

ফয়ছল আহমদ এর কবিতা-‘তুমি প্রেম করে দেখ’

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৫৯১ বার

 

তুমি প্রেম করে দেখ!
পৃথিবীটা তুমার কাছে মনে হবে এক টুকরো স্বর্গ,
প্রেমহীন দীর্গ পথ যেন পর্বত সম দূর্গ,

ভালবেসে চোখ ফেল,
মরু প্রান্তরও মনে হবে ছেয়ে গেছে সবুজ তৃণলতায়,
প্রখর সূর্য তাপে পুড়বে হৃদয় ভালবাসা হীনতায়,

প্রেম মর্তের সৌন্দর্য,
প্রেমিকের চোখে থাকিয়ে দেখ!
তুমার চারপাশটা মনে হবে শিল্পীর কারুকার্য,

ভালবাসা সেতো জীবনের মানে,
তাইতো জীবন ছোটে চলে জীবনের পানে,
মর্মের সন্ধান পেল তারা যারা সত্যিই ভালবাসতে জানে,

প্রেমিকের চোখে প্রেমিকা,
নীল শাড়িতে মোড়ানো গগন,
সাদা মেঘ যেন মুক্তার হার,
অপলক নেত্র যেথায় ফিরে চলে বার বার,

ভালবাসা যেন মেলেধরা মুক্ত ডানা,
সুবিশাল আকাশে তার নেই কোন সীমানা,
নেই কোন দেশ, রাজ্যপুরী যেতায় উড়তে মানা,

অগো তুমি প্রেমিক হও,
প্রেম কাব্য শোনাও চৈত্রের চিরধরা মৃত্তিকায়,
অমিয় সুধা পানে যেন ধরা ভরে উঠে সজীবতায়,

অগো তুমি ভালবেসে যাও,
ভালবাসার হোক উষ্ণ বৃষ্টি, নতুন কিছুর হোকনা সৃষ্টি,
ভালবেসেই সমৃদ্ধ হোক মানবতার কৃষ্টি।

তুমি প্রেম করে দেখ!
কত প্রশান্তির এ নিশ্বাস!
রুদ্র কঠিন কর্কশ বুলি, এমনকি গঢ়ল পানেও তৃপ্ত হবে আমার বিশ্বাস!

তুমি প্রেম করে দেখ!

প্রভাষক,ফয়ছল আহমদ- ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ