রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

ফ্রান্সে হামলা: আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৩৬৫ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
বন্দুকধারীর হাত থেকে এক জিম্মিকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করা ফরাসি পুলিশ কর্মকর্তা মারা গেছেন। ফরাসি এলিট পুলিশ বাহিনীর সদস্য ৪৫ বছরের লেফটেন্যান্ট কর্নেল আরনু বেলটামকে ‘নায়ক’ বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বেলটামের মৃত্যুর খবর দিয়ে এক টুইটে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তিনি নিজের দেশের জন্য প্রাণ দিয়েছেন। ফ্রান্স কখনো তার বীরত্ব, সাহস ও আত্মত্যাগকে ভুলবে না।” এর আগে তিনি বেলটামকে একজন ‘নায়ক’ হিসেবে বর্ণনা করে বলেছিলেন,হামলাকারীর গুলিতে গুরুতর আহত বেলটাম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বিবিসি জানায়,শুক্রবার সকালে মরোক্কান বংশোদ্ভূত হামলাকারী রেদোয়ান লাকদিম প্রথমে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী শহর কারকাসোনে একজনকে গুলি করে হত্যার পর তার গাড়ি ছিনতাই করে পাশের শহর থ্রেবে যায়। সেখানে ‘সুপার ইউ’ নামের একটি সুপারমার্কেটে প্রবেশ করে দুইজনকে হত্যা করে এবং বেশ কয়েকজনকে জিম্মি করে। পুলিশ কয়েকজন জিম্মিকে মুক্ত করতে সক্ষম হলেও বন্দুকধারী এক নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে। এ পরিস্থিতিতে জোনদার্ম বাহিনীর সদস্য বেলটাম জিম্মি ওই নারীর মুক্তির বিনিময়ে নিজেকে হামলাকারীর হাতে তুলে দেন। তিনি নিজের ফোন একটি টেবিলের উপর চালু অবস্থায় ফেলে রাখেন,যাতে বাইরে থাকা সহকর্মীরা ভেতরের পরিস্থিতি বুঝতে পারেন।
ওই ফোন লাইনে গুলির শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে ভেতরে ঢুকে পড়েন। ওই সময়ই পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন,যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লাকদিমের সঙ্গে ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ