রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

ফ্রান্সে মে দিবসের শোভাযাত্রা থেকে সহিংসতা, আটক ২০০

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ মে, ২০১৮
  • ৩৫৪ বার

অনলাইন ডেস্ক::
ফ্রান্সের প্যারিসে মে দিবসের শোভাযাত্রা সহিংসতায় রূপ নেয়। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের বামপন্থী সংগঠন ‘ব্ল্যাক বকস’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাবলিক সেক্টরে শ্রমিকদের মর্যাদা পুনর্গঠনের বিরোধিতা করে মিছিল করে। ফরাসি পুলিশের বরাত দিয়ে সহিংসতায় একজন পুলিশ সহ চারজন আহত হওয়ার খবর নিশ্চিত করে বিবিসি। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রায় দু শ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মিছিলকারীরা একপর্যায়ে রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল, স্প্রে ও জলকামান ব্যবহার করে। ভাঙচুরে অংশ নেওয়াদের প্রায় সবাই কালো জ্যাকেট পরা ছিল বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। মিছিলকারীরা ‘প্যারিস জেগে ওঠো’, ‘পুলিশকে সবাই ঘৃণা করে’ বলে স্লোগান দিতে থাকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ থেকে ৫৫ হাজার মানুষের শান্তিপূর্ণ মিছিলটি হঠাৎই সহিংসতায় রূপ নিয়েছিল। প্রায় ১২শ’ মানুষ কাঁদানে গ্যাস নিরোধক মুখোশ ও মাথায় হুডি পরে শোভাযাত্রাটিতে অংশ নেয়। হঠাৎই তারা সহিংস হয়ে ওঠে। সে সময় তারা বিভিন্ন দোকান ও বাড়িতে হামলা চালিয়ে লুট করে বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে, তুরস্কেও মে দিবসের মিছিল সহিংসতায় রূপ নেয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইস্তাম্বুলে সহিংসতার ঘটনায় ৮৪জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বাড়ির পাশে প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ায় আন্দোলনকারীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ