শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

ফেসবুক তৈরি করাটাই ছিল ‘ভ’য়ংকর ভুল’: জাকারবার্গ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩১৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ কম সমালোচনা হয়নি ফেসবুক নিয়ে। এরপরও কখনো মুখ খোলেননি স্বয়ং ফেসবুকের প্রতিষ্ঠাতা মা’র্ক জাকারবার্গ। কিন্তু এবার তিনি নিজেই করলেন সমালোচনা। জাকারবার্গ জানান, ফেসবুক সমাজকে বিপুল ক্ষ’তির মুখোমুখি করছে। এছাড়াও ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান, ফেসবুক হলো ভ’য়ঙ্কর ভুল। তিনি তার সন্তানকে ব্যবহার করতে দেন না ফেসবুক।

তিনি জানান, ফেসবুক তৈরি করা হয়েছিল সামাজিক উন্নয়নের লক্ষ্যে। সামাজিক কাজকর্ম করার জন্য ফেসবুক অনেক রকম টুলস এনেছে। তবে তিনিও জানান যে, তিনি নিজে অনুভব করেছেন এই ফেসবুক হলো ‘ভ’য়ংকর ভুল’। তিনি মনে করেন বর্তমানে সমাজ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।সংস্থার ভাইস প্রেসিডেন্ট চামাথ পালিপিতিয়া জানান, কী’ভাবে মানুষের মন ঘোরানো যায় সেটা নিয়েও তারা ভাবছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আরও বলেন, শি’শুদের মা’থায় কখন কী’ চলছে, সেটা শুধু ওপরওয়ালা জানেন!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ