বিনোদন ডেস্কঃ
‘আমাদের ইন্ডাস্ট্রি একপেশে, পুরুষতান্ত্রিক। আমির খানের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি যে ২০১৪ সালের পর থেকে কোনো কাজ পাইনি, সেই বেলা? আমার জীবিকার কী হবে? বলিউডের আচরণ সব পক্ষের জন্য সমান হওয়া উচিত।’ তিন দিন আগে মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তনুশ্রী দত্ত। আমির খানকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন। কারণ, তিনি ‘হ্যাশট্যাগ মিটু’ অভিযোগে অভিযুক্ত পরিচালক সুভাষ কাপুরের ছবিতে অভিনয় করার ঘোষণা দিয়েছেন। যদিও এর আগে আমির খান বলেছিলেন, হ্যাশট্যাগ মিটু অভিযোগে অভিযুক্ত পরিচালকের ছবিতে তিনি কাজ করবেন না।
২০১৪ সালের পর বলিউডে অলিখিতভাবে তনুশ্রী দত্তর কাজ বন্ধ হয়ে যায়। তাঁর অপরাধ, তিনি বলিউডে প্রথম হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সূচনা করেছেন। বলেছেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকে প্লিজ’ ছবি করতে গিয়ে অভিনেতা নানা পাটেকর তাঁকে যৌন হেনস্তা করেছেন।
তারপর তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। পানি গড়িয়ে অনেকটা দূর গিয়েছে। শেষমেশ তনুশ্রী দত্তর অভিযোগ থেকে পুলিশ নানা পাটেকরকে রেহাই দেয়। তখন পুলিশ বলেছে, এই অভিযোগের ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যুদ্ধ থামাননি তনুশ্রী দত্ত। ঘোষণা দিয়েছেন, হ্যাশট্যাগ মিটু অভিযোগে অভিযুক্ত কারও সঙ্গে কাজ করবেন না। সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য প্রস্তাব পাওয়া সত্ত্বেও কাজ করা হয়নি তাঁর।
ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেছেন, গত বছর একটা ছবিতে কাজ করার জন্য কথা হয়েছে। তারপর পরিচালকের নাম শোনার পর জেনেছেন, তিনি হ্যাশট্যাগ মিটু অভিযোগে অভিযুক্ত। তাই সেই ছবিতে আর কাজ করা হয়নি। ‘ভারত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে প্রযোজক আমার সঙ্গে কথা বলেছেন। তিনি আমার এই আসা–যাওয়ার ফাঁকেই ছবির শুটিংয়ের সময় চূড়ান্ত করতে চেয়েছেন। কিন্তু আমি তাঁকে না বলেছি।’
এবার তনুশ্রী দত্ত বললেন, ‘এ বছর ওই প্রযোজক আবার আমার কাছে নতুন ছবির প্রস্তাব নিয়ে এসেছেন। ছবিটি অন্য একজন পরিচালক পরিচালনা করবেন। এবার আমি নতুন করে জেগে ওঠার জন্য প্রস্তুত। কারণ, আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’
অর্থাৎ, বলিউডে ফিরছেন তনুশ্রী দত্ত। তিনি আশা হারাননি। ফিনিক্স পাখির মতোই নতুন করে জেগে উঠতে চান। তাই তো নিজেকে তিনি বলেছেন, ‘নিরাশার মধ্যেও আশাবাদী।