মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

ফিক্সিংয়ের সাথে বেশি জড়িত ভারতীয়রা : আইসিসি কর্মকর্তা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ২৫১ বার

স্পোর্টস ডেস্ক 
ফিক্সিংয়ের কালো থাবায় চিন্তিত সারা বিশ্বের ক্রীড়াঙ্গন। স্পোর্টসম্যানশিপ ও নিজেদের সততাকে বুড়ো আঙুল দেখিয়ে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যেই নিজেদের পকেট ভারী করে থাকেন নানান ক্রীড়াবিদ ও জুয়ারিরা।
ক্রিকেটে এ ফিক্সিংয়ের প্রচলন অনেক পুরনো। তবে এখন তা অনেকাংশেই কমে এসেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিও এ ব্যাপারে রেখেছে কড়া নজরদারি। যার অংশ হিসেবে তারা বর্তমানে নজরবন্দী করে রেখেছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজকে।
তাদের ধারণা শ্রীলঙ্কা অপ্রীতিকর কিছু ঘটলেও ঘটতে পারে। এই কদিন আগেই আইসিসির এন্টি করাপশন ইউনিট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত করেছে সাবেক লঙ্কান কিংবদন্তি সনৎ জয়াসুরিয়াকে। আরও সন্দেহভাজন অনেককে পাওয়া যায়ে ভেবেই শ্রীলঙ্কার ক্রিকেটে কড়া নজরদারি রেখেছে এন্টি করাপশন ইউনিট।
তবে আইসিসির এন্টি করাপশন ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জানিয়েছেন সারা বিশ্বেই কম বেশি ফিক্সিং হলেও, সেগুলোর বেশিরভাগই করে থাকে ভারতীয় জুয়াড়িরা। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্শাল।
শ্রীলঙ্কায় আইসিসির সন্দেহভাজন তালিকায় থাকা সবাই স্থানীয় কি-না জিজ্ঞেস করা হলে মার্শাল উত্তর দেন, ‘শ্রীলঙ্কায় জুয়াড়িরা স্থানীয় এবং ভারতীয়ই হয় বেশি। আর আপনি যদি সারাবিশ্বের কথা বলেন তাহলে বেশির ভাগ দুর্নীতিবাজ জুয়াড়িরাই ভারতীয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ