রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

ফসল ঘরে তোলার আশায় প্রতিটি কৃষক পরিবার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৬১ বার

ছায়াদ হোসেন সবুজ:: নতুন ধানের সঙ্গে মিশে আছে হাওর জনপদ দক্ষিণ সুনামগঞ্জের  কৃষকদের স্বপ্ন। ক্ষেত জুড়ে উকি দিচ্ছে সোনালী ধানের শীষ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা ধানের ঘ্রাণ বইছে। ফসল ঘরে তোলার আশায় প্রতিটি কৃষক পরিবারের চোখে মুখে লেগে আছে সোনালী স্বপ্ন পূরনের ছাপ। ‘ক ‘দিন পরেই এ  উপজেলার প্রতিটি গ্রামের কৃষকরা ক্ষেতের স্বপ্নের সোনালী ধান কাটা শুরু করবে। অধিকাংশ কৃষক পরিবার আগাম নবান্ন উৎসবের প্রস্ততিও নিয়েছে। তবে বাজারে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে রয়েছে শঙ্কায়। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোন বিপর্যয় না ঘটলে গোলা ভরে উঠবে এমন আশায় দিন গুনছেন হাজারো কৃষক।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রত্যন্ত গ্রাম-গায়ের কৃষকরা তাদের ক্ষেতের ধান কাটার অপেক্ষায় রয়েছে। বাতাসে সোনালী ধানের শিষ দুলছে। ক্ষেতের মধ্যে পোতা বাঁশের কঁঞ্চি ও গাছের ডালের উপর ফিঙ্গে, শালিক, দোয়েলসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে আছে। সুযোগ বুঝে ধানক্ষেতের ক্ষতিকারক পোকা ওইসব পাখিরা খেয়ে ফেলছে। মাঠে এখন এক মনোরম পরিবেশ বিরাজ করছে।

কেউ কেউ আবার ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত রয়েছে। তবে কখন নতুন ধান ঘরে তুলবে এ স্বপ্নে বিভোর কৃষকরা। তবে আর কিছু দিন পর ধান কাটা শুরু হবে। ইতিমধ্যে কিছু কিছু হাওরে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। নতুন ধান ঘরে তুলতে প্রতিটি বাড়ি বাড়ি চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি।

একাধিক কৃষকদের সূত্রে জানা গেছে, এ বছর জমি চাষ থেকে শুরু করে রোপন ও ক্ষেতের নিয়মিত পরিচর্যা করায় ফসলও ভালো হয়েছে। পোকামাকড়ের উপদ্রবও কম। তাদের প্রত্যেকের মুখেই এখন সোনালী হাসি।

কৃষক আব্দুল লতিফ জানান, অতি বৃষ্টি বা অতিরিক্ত খরার না হওয়ার কারনে এবছর তেমন কোনো সমস্যায় পরতে হয়নি। রোগ-বালাই ও পোকায় বেশি একটা আক্রমণ করতে পারেনি। তবে প্রকৃতি অনুকুলে থাকলে স্বপ্নের সোনালী ধান যথাসময়ে ঘরে তুলতে পারবে এমন আশা করেছেন তিনি।

অপর এক কৃষক ছমক আলী জানান, আমি  ৮ একর জমি চাষ করেছি ফসলও ভাল হয়েছে, আর কয়েক দিন পর ধান কাটা শুরু করবো। ফসল ভালো হলেও গতকাল শীলাবৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হয়েছে। যদি এমন প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তবে আশাকরি সোনার ফসল ঘরে তুলতে পারলে লাভবান হবো।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ