স্টাফ রিপোর্টার::
‘আমাদের জনজীবনে নৌপথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে হাওরাঞ্চলে নদী খননের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জোয়াহের রাজা সেন্টারে এলএআরডির সহযোগিতায় হাউস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, আমরা হাওরাঞ্চলবাসীর সমন্বয়কারী রুহুল আমিন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল হক মিলন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাওরের ফসল সুরক্ষার জন্য নদী খনন অপরিহার্য । তাই মেঘনার মোহনাসহ সুরমা ও কুশিয়ার নদীর ক্যাপিট্যাল ড্রেজিংসহ হাওরাঞ্চলের সকল ছোট-বড় নদীর পাশাপাশি উজানের সীমান্তবর্তী পাহাড়ি নদীসমূহ ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছর ব্যাপক পরিমানে বালি এসে ফসলি জমি নষ্ট হওয়ায় অনতিবিলম্বে ওই নদীগুলোও খননের দাবী জানানো হয়।